কিভাবে HTML থেকে WordPress Theme বানাবে | Static HTML Page to WordPress Theme – Intro । Part 1

জানুয়ারি 14, 2022 9:11 পূর্বাহ্ন    admin

স্ট্যাটিক টেমপ্লেটটা ডাউনলোড করুন ( কেবল মাত্র শিক্ষাগত উদ্দেশ্যে) – https://oprokashito.robspider.in/wp-content/uploads/2021/07/paraz-portfolio-template.zip

এই সিরিজে আমরা শিখবো কীভাবে ওয়ার্ডপ্রেসের থিম বানানো যায়। এক্ষেত্রে একটা স্ট্যাটিক HTML সাইটকে রেফারেন্স করে একটা ওয়ার্ডপ্রেসের থিম বানাবো যেটা ব্যবহার করে একটা ডায়নামিক ওয়েবসাইট বানানো যায়, যেখানে ব্যাক এন্ড থেকে সাইটের সমস্ত কন্টেন্ট আপডেট করা যাবে।

আমাদের HTML, CSS, PHP, MySQL এর ওপর কিছুটা দখল থাকা দরকার সিরিজ শুরুর আগে।

Chapters:
0:00 কাদের জন্য এই কোর্স?
0:32 কোর্সের ইন্ট্রোডাকশান: সাইটের ফিচার – ফ্রন্ট এন্ড
1:33 ডিজাইন সৌজন্যে জন স্মিলগা
1:45 ফিচার – ব্যাক এন্ড
2:25 আমাদের জানা দরকার…
2:31 আমার পরিচয়

ধন্যবাদ 🙂




Posted By: admin